বিয়ে রেজিস্ট্রেশন করতে গেলে কাজি অফিসে কিছু নির্দিষ্ট ডকুমেন্টস জমা দেওয়া বাধ্যতামূলক। এগুলো সঠিকভাবে প্রস্তুত না থাকলে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সমস্যা দেখা দিতে পারে। তাই আগে থেকেই প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও প্রস্তুত রাখা জরুরি। এই গাইড আপনাকে বিস্তারিতভাবে জানাবে যে, কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কীভাবে সেগুলো প্রস্তুত করতে হবে।
                                                
                                                বিয়ে রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
                                                    বিয়ের নিবন্ধনের জন্য নিম্নলিখিত কাগজপত্র সংগ্রহ করতে হবে
                                                
                                                ১. বর ও কনের জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম নিবন্ধন সনদ
                                                বর ও কনের বয়স যাচাই করার জন্য জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক।
                                                
                                                ২. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
                                                বর ও কনের ২ কপি করে রঙিন ছবি জমা দিতে হয়, যা অফিসিয়াল নথিতে সংযুক্ত থাকে।
                                                
                                                ৩. অভিভাবকের পরিচয়পত্র (যদি প্রয়োজন হয়)
                                                কনের বয়স ১৮ বছরের কম হলে, তার অভিভাবকের লিখিত সম্মতি ও পরিচয়পত্র প্রয়োজন হতে পারে।
                                                
                                                ৪. দুইজন স্বাক্ষীর জাতীয় পরিচয়পত্রের কপি
                                                বিয়েতে কমপক্ষে দুইজন প্রাপ্তবয়স্ক সাক্ষী থাকতে হবে এবং তাদের পরিচয় নিশ্চিত করার জন্য NID কপি জমা দিতে হয়।
                                                
                                                ৫. পূর্বের বিবাহ সংক্রান্ত দলিল (যদি প্রযোজ্য হয়)
                                                যদি বর বা কনে পূর্বে বিবাহিত হয়ে থাকেন, তবে তালাকনামা বা স্বামী/স্ত্রীর মৃত্যু সনদ প্রয়োজন হবে।
                                                
                                                ৬. মাহর নির্ধারণ সংক্রান্ত দলিল
                                                ইসলামী বিয়ের ক্ষেত্রে, মাহরের পরিমাণ নির্ধারণ করা হয় এবং তা নিকাহনামায় উল্লেখ করা হয়।
                                                
                                                ৭. নির্ধারিত রেজিস্ট্রেশন ফি
                                                সরকার নির্ধারিত ফি পরিশোধ করে রসিদ সংগ্রহ করতে হবে।
                                    
                                
John Doe