আমাদের সেবা সমূহ

single-img-two

বিবাহ রেজিস্ট্রেশন বিধিমালা

  • বাংলাদেশ সরকারের গেজেট অনুযায়ী মুসলমান বরের বয়স ২১(একুশ) বৎসরের উর্ধ্বে এবং কনের বয়স ১৮ (আঠার) বৎসরের উর্ধ্বে।
  • ব্যক্তি ও বয়স প্রমানের জন্য -জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্ম সনদপত্র/জে এস সি, এস এস সি সমমান শিক্ষা সনদের ফটোকপি।
  • যদি কেহ দ্বিতীয় বিবাহ করেন তাহলে পূর্বের বিবাহের (স্বামী/স্ত্রী) তালাক হয়েছে বা (স্বামী/স্ত্রী) মৃত্যু হয়েছে মর্মে সনদ দিতে হবে।
  • বর ও কনের পাসপোর্ট সাইজের ২ কপি করে রঙ্গীন ছবি।
  • ১৮ বৎসরের উর্ধে নুন্যতম ৩ জন মুসলমান পুরুষ সাক্ষী।
  • বিবাহ একটি পবিত্র বন্ধন, মুসলিম উম্মাহর জন্য। বিবাহ রেজিস্ট্রেশন প্রচলিত আইন এর সম্মান ও স্বামী/স্ত্রীর বৈবাহিক দলিল দ্বারা প্রমান। সে জন্য যে এলাকায় বিবাহের স্থান যেমন বাসা বাড়ী, হোটেল-রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টার যে খানেই বিবাহ সম্পন্ন হবে সে এলাকার বা ওয়ার্ডের স্থানীয় মুসলিম রেজিস্টার ও তালাক রেজিস্ট্রি কাজীর রেজিস্টার বহিতে বিবাহ রেজিস্ট্রি করা বাধ্যতা মুলক। তবে অন্য ওয়ার্ড বা এলাকার কাজীর রেজিস্টার বহিতে (ভলিয়মে) নয়। উদাহরন স্বরূপ যে এলাকার জমি সে এলাকার সাব রেজিষ্ট্রার দ্বারা রেজিঃ করা বাধ্যতা মূলক। তদ্রুপ মুসলিম ম্যারিজ রেজিষ্ট্রারের বেলায়ও একই নিয়ম।
  • আপনার পরিচিত ও বিশ্বস্থ্য কাজী বা কাজীর প্রতিনিধি থাকতে পারে তাই বলে তাকে সঙ্গে নিয়ে অন্য কাজীর এলাকায় বিবাহ রেজিস্ট্রি করানো আইনগত বৈধ নহে। প্রকাশিত গেজেট/২০১১ দ্রষ্টব্য। বিবাহ বা কবুল পড়ানোর ক্ষেত্রে আপনার শ্রদ্ধাভাজনের আমন্ত্রণে কোন বাধা নেই।
  • স্ত্রী কর্তৃক তালাক রেজিষ্ট্রির জন্য প্রয়োজনীয় তথ্য

  • স্ত্রীর উপস্থিতি এবং নিকাহনামার ফটোকপি।
  • ব্যক্তি প্রমানের জন্য পাসপোর্ট/ জাতীয় পরিচয় পত্র/এস এস সি, জে এস সি সমমান শিক্ষা সনদ/ জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি।
  • স্ত্রীর পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গীন ছবি।
  • প্রাপ্ত বয়স্ক স্বাক্ষী স্ত্রীর পক্ষে- ১জন এবং সনাক্তকারী- ১জন, মোট ২ জন মুসলমান পুরুষ। (১জন পুরুষ স্বাক্ষীর বিপরীতে ২জন মহিলা স্বাক্ষী হতে পারে)
  • স্বামী কর্তৃক তালাক রেজিষ্ট্রির জন্য প্রয়োজনীয় তথ্য

  • স্বামীর উপস্থিতি এবং নিকাহনামার ফটোকপি।
  • ব্যক্তি প্রমানের জন্য পাসপোর্ট/ জাতীয় পরিচয় পত্র/এস এস সি, জে এস সি সমমান শিক্ষা সনদ/ জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি।
  • স্বামীর পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গীন ছবি।
  • প্রাপ্ত বয়স্ক স্বাক্ষী স্বামীর পক্ষে- ১জন এবং সনাক্তকারী- ১জন, মোট ২ জন মুসলমান পুরুষ। (১জন পুরুষ স্বাক্ষীর বিপরীতে ২জন মহিলা স্বাক্ষী হতে পারে)
  • খোলা তালাক রেজিষ্ট্রির জন্য প্রয়োজনীয় তথ্য

  • স্বামীর উপস্থিতি এবং নিকাহনামার ফটোকপি।
  • ব্যক্তি প্রমানের জন্য পাসপোর্ট/ জাতীয় পরিচয় পত্র/এস এস সি, জে এস সি সমমান শিক্ষা সনদ/ জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি।
  • স্বামীর পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গীন ছবি।
  • প্রাপ্ত বয়স্ক স্বাক্ষী স্বামীর পক্ষে- ১জন এবং সনাক্তকারী- ১জন, মোট ২ জন মুসলমান পুরুষ। (১জন পুরুষ স্বাক্ষীর বিপরীতে ২জন মহিলা স্বাক্ষী হতে পারে)
  • Other services

    প্রবাসীদের জন্য সেবা সমূহ

    ১. মুসলিম পারিবারিক আইন ১৯৬১ বা প্রচলিত আইনের আলোকে স্বামী-স্ত্রীর মাঝে তৈরি হওয়া ভুল-বোঝাবুঝি, সন্দেহ এবং মনোমালিন্য ইত্যাদি দূর করে তাদের মাঝে সুখ-শান্তি ফিরিয়ে আনার জন্য Couple Counseling এর ব্যবস্থা।
    ২. তালাক পরবর্তীকালে স্ত্রী ও স্বামীর দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত যাবতীয় দেনা পাওনা আদায়ে (পরিশোধে. মামলা-মোকদ্দমা ছাড়া সমঝোতামূলক নিষ্পত্তি এবং সন্তানের প্রতিপালন বা জিম্মাদারীর বিষয়ে Child Custody আইনের আলোকে পরামর্শ প্রদান।
    ৩. স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্য বা বিবাদ মীমাংসার কাউন্সেলিং সেশন।
    ৪. চাকুরিজীবী ও প্রবাসী স্বামী-স্ত্রীদের বিশেষ সমস্যা সমাধানের জন্য Counseling এর ব্যবস্থা। ৫. সুখী পরিবার গঠনে কাউন্সেলিং সেশন।
    ৬. আপনি রাগের মাথায় আপনার স্বামী বা স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছেন কিন্তু ঐ তালাক প্রত্যাহার করতে চান। আইনী সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ।
    ৭. আপনার স্বামী বা স্ত্রী অন্য রিলেশনে চলে গিয়েছেন, হুট করে কঠিন সিদ্ধান্ত না নিয়ে আমাদের সাথে একবার যোগাযোগ।

    col-bgimage-6
    Wedding Planing

    What Our Clients Say?

    testimonial-img
    Thank you wedco for helping me give my daughter the wedding of her dreams. You guys did a fantastic job of turning our thoughts into reality!!
    Elina Christopher
    testimonial-img
    Team Wedco executed extremely beautiful wedding for our children. They’re hardworking to the point where they priorities work enforcement..!
    Julia Brandon
    testimonial-img
    Thank you wedco for helping me give my daughter the wedding of her dreams. You guys did a fantastic job of turning our thoughts into reality!!
    Maria Gregory
    testimonial-img
    Team Wedco executed extremely beautiful wedding for our children. They’re hardworking to the point where they priorities work enforcement..!
    Jhon Nicholas
    Latest News Articles

    Watch Our Latest Blog

    WhatsApp