১. মুসলিম পারিবারিক আইন ১৯৬১ বা প্রচলিত আইনের আলোকে স্বামী-স্ত্রীর মাঝে তৈরি হওয়া ভুল-বোঝাবুঝি, সন্দেহ এবং মনোমালিন্য ইত্যাদি দূর করে তাদের মাঝে সুখ-শান্তি ফিরিয়ে আনার জন্য Couple Counseling এর ব্যবস্থা।
২. তালাক পরবর্তীকালে স্ত্রী ও স্বামীর দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত যাবতীয় দেনা পাওনা আদায়ে (পরিশোধে. মামলা-মোকদ্দমা ছাড়া সমঝোতামূলক নিষ্পত্তি এবং সন্তানের প্রতিপালন বা জিম্মাদারীর বিষয়ে Child Custody আইনের আলোকে পরামর্শ প্রদান।
৩. স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্য বা বিবাদ মীমাংসার কাউন্সেলিং সেশন।
৪. চাকুরিজীবী ও প্রবাসী স্বামী-স্ত্রীদের বিশেষ সমস্যা সমাধানের জন্য Counseling এর ব্যবস্থা। ৫. সুখী পরিবার গঠনে কাউন্সেলিং সেশন।
৬. আপনি রাগের মাথায় আপনার স্বামী বা স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছেন কিন্তু ঐ তালাক প্রত্যাহার করতে চান। আইনী সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ।
৭. আপনার স্বামী বা স্ত্রী অন্য রিলেশনে চলে গিয়েছেন, হুট করে কঠিন সিদ্ধান্ত না নিয়ে আমাদের সাথে একবার যোগাযোগ।